কালিগঞ্জ

কালিগঞ্জে দূর্যোগ ঝুকি-হ্রাস পূর্বাভাস ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ

By daily satkhira

November 15, 2021

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে দূর্যোগ ঝুকিহ্রাস, পূর্বাভাস, প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় কুশুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইউএসএআইডি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্ট কার্যক্রম বাংলাদেশের দূর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপি কর্মশালার উদ্বোধন করেন উপজেলা দূযোর্গ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।

প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর বিপ্লব তফাদার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমন্বয়কারী অজিত। প্রশিক্ষণে ইউনিয়ন, ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, ক্লাব প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও জনপ্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করে।