সাতক্ষীরা

কালিগঞ্জে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচারে বাঁধা ও মারপিটের অভিযোগ

By daily satkhira

November 23, 2021

কালিগঞ্জ প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালিগঞ্জের বিষ্ণুপুর ও রতনপুর ইউনিয়নে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর প্রচার প্রচারণায় বাঁধা ও মারপিটের অভিযোগে রিটানিং অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।

উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ‘লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ রিয়াজ উদ্দিনের কর্মী সমর্থকরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের কর্মী আশরাফুল ইসলাম বাবু ও নজরুল ইসলামকে সোমবার রাত ১০টার দিকে বন্দকাটি গোরস্থান মোড়ে ফিরোজ লস্কর, আলাউদ্দিন মোড়ল, রবিউল ইসলাম, হাফিজুর রহমান (হাফি), মামুনুর রশিদ মিন্টু সহ ১০/১৫ জন অতর্কিত হামলা করে।

এ সময় আনারস প্রতীকের কর্মী আশরাফুল ইসলাম ও নজরুল ইসলাম গুরুতর আহত হয়। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম ২৩ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অপর দিকে উপজেলার ১১নং রতনপুর ইউনিয়নে আ‘লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম, আলীম আল রাজী টোকনের কর্মী ও সমর্থরা প্রতিদ্বন্দী আনারাস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আঃ ওয়াহেদ এর প্রচারণা কাজে বাঁধা, মাইক ভাংচুর, রেকডিং মেমোরী ছিনতাই, ব্যানার, পোষ্টার ছেঁড়াসহ কর্মী সমর্থকদের নানবিধ হুমকী দেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, রিটানিং অফিসার বরাবব লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আঃ ওয়াহেদ।