সাতক্ষীরা

সাতক্ষীরায় জেলা ভূমিহীন সমিতির এক প্রতিবাদ সভা

By daily satkhira

November 23, 2021

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা সঙ্গীতা মোড়ে এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলী। “দুনিয়ার ভূমিহীন এক হও” প্রতিপাদ্যে খাস জমি ভূমিহীনদের দিতে হবে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করার দাবি জানিয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছামাদ,

দপ্তর সম্পাদক মোঃ বাবলু হাসান, সদর উপজেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পী, জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, ভূমিহীন সমিতির ভাইস প্রেসিডেন্ট মোঃ মফিজুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ভুমিহীন নেতৃবৃন্দ। বক্তারা সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গা, রাজনগর, খেলারডাঙ্গী, দেবনগরসহ ঐ এলাকার পানি নিষ্কাশনের একমাত্র উপায় প্রাণ সায়ের খাল। কিন্তু এই খালে সম্প্রতি বাধ দেওয়ার ফলে লাবসা ইউনিয়নে

আবারও জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এলাকা পানির নিচে ডুবে যাবে বলে আশংকা করছেন। এলাকাবাসী মনে করেন দ্রুত যদি ঐ বাধ যদি না কাটা হয় তবে গরিব কৃষকরা খুবই অসুবিধার সম্মুখীন হবে। তানা হলে এলাকাবাসী কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন। এজন্য বক্তারা সাতক্ষীরা সদরের সকল জলাবদ্ধতা দুরিকরণসহ দেবহাটা উপজেলার খলিশাখালিতে ভূমিহীণ নামধারী কর্তৃক মালিকানা সম্পত্তি ছেড়ে দিয়ে আসার দাবি জানিয়ে অনতিবিলম্বে জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরকে উপরোক্ত

দাবি দাবা পুরনের উদ্যোগ গ্রহনযোগ্য আহ্বান জানান। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজে দেবহাটা হতে বদলী হয়ে আসা মিজানুর রহমান এবং নাটের গুরু ড্রাইভার বশিরসহ আরএমও মারুফ, ত্বত্তাবধায়ক কুদরত ই খোদার আউট সোর্সিয়ের বেতন কম দিয়ে বহু ভুয়া বিল করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করাসহ ঔষধ চুরি করে পুতে রাখার সাথে জড়িত সাবেক স্টোর কিপারসহ সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত পূর্বক অনতিবিলম্বে দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।