সাতক্ষীরা

মনসা ও বিশ্বকর্মা পূজা দিয়ে সাতক্ষীরায় গুড়পুকুর মেলা শুরু

By Daily Satkhira

September 17, 2016

নিজস্ব প্রতিবেদক: প্রতিবছরের মতো এবারও সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে সাতক্ষীরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা। শনিবার সকালে শহরের পলাশপোলে গুড়পুকুর পাড়ের বটতলায় মনসা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। সাথে সাথে বেহুলা লখিন্দরের ভাসান গানের পালা শুরু হয়েছে। হিন্দু নরনারীরা সেই বটতলায় পূজা দিচ্ছেন। নিজেদের মনষ্কামনা পূরণে নানা ধরনের মানত করছেন তারা। তবে গুড়পুকুর মেলার মূল আকর্ষণ ‘কলমের বৃক্ষ’ বেচাকেনা এখনও শুরু হয়নি। ১৫ দিনব্যাপী এই মেলা জমে উঠতে আরও কদিন সময় লাগবে বলে জানিয়েছেন আয়োজকরা। মেলার মূল আয়োজন এবারও শহিদ আব্দুর রাজ্জাক পার্কে করা হয়েছে। প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে এই মেলা বসে। শহরের বিভিন্ন  প্রান্ত জুড়ে বসে শত শত দোকান পাট। গ্রামীণ লোকজ ঐতিহ্যের পশরা সাজিয়ে চলে বেচাকেনা। তিনশ’ বছর যাবত এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানিয়েছেন আয়োজকরা। এ দিকে, সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ হোসেন সাংবাদিকদের জানান, মেলার স্টল এখনও ঠিকমত না বসার কারণে আগামী ১৯ তারিখ থেকে ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রসঙ্গত, ২০০২ সালে মেলায় ভয়াবহ বোমা হামলার ঘটনার পর থেকে কয়েক বছর মেলা বন্ধ ছিল। এরপর ২০১১ সাল থেকে তা ফের চালু হয় মেলাটি। তবে মেলার সেই প্রাণময় দিনগুলি আর নেই।