সাতক্ষীরা

সাতক্ষীরা শিল্পকলা একাডেমী চত্বরে দুই দিন ব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা হৈমন্তী হাট বসেছে

By daily satkhira

November 30, 2021

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শিল্পকলা একাডেমী চত্ত¡রে দুই দিন ব্যাপী দেশীয় কাপড়ের তৈরী পোষাক, হ্যান্ড পেইন্ট রিক্সা পেইন্টের কাপড় ও গহনা এবং দেশীয় খাবার তৈরী কারক ক্ষুদ্র উদ্যোক্তা মেলা হৈমন্তী হাট বসেছে। সোমবার সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমী চত্ত¡রে ক্ষুদ্র উদ্যোক্তা সবনম রোজ ও অদিতা আদৃতা সৃষ্টির যৌথ উদ্যোগে এবং রঙ্গন এর আয়োজনে দুই দিন ব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা “হৈমন্তী হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে দুই দিন ব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা “হৈমন্তী হাট” উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, করোনা মহামারির কারণে সাতক্ষীরায় অনেক দিন মেলা বসেনি। ক্ষুদ্র উদ্যোক্তারা যে মেলার আয়োজন করেছে এতে জেলাবাসীকে অংশগ্রহন করতে বলবো। কোন পণ্য না কিললেও মেলা থেকে ঘুরে বেড়িয়ে যাওয়ার আহŸান জানান তিনি। ক্ষুদ্র উদ্যোক্তা সবনম রোজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবু আফফান রোজবাবু, সহ-সভাপতি নাসরিন খান লিপি, সাতক্ষীরা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন। এসময় উপস্থিত ছিলেন ক্ষুদ্র উদ্যোক্তা সাদ্দাম হোসেন, নাহিদ হাসান লিটু, রওশন জাহান রুপা, তানজিনা আহমেদ মৃদুলা, রিক্তা প্রমুখ। দুই দিন ব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা “হৈমন্তী হাট” প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় ১২টি স্টলে ২৩জন ক্ষুদ্র উদ্যোক্তা দেশীয় কাপড়ের তৈরী নারী, পুরুষ ও বাচ্চাদের বিভিন্ন ধরনের পোষাক, হ্যান্ড পেইন্ট রিক্সা পেইন্টের কাপড় ও গহনা, হ্যান্ডমেইড মেটালিক গহনা, বিভিন্ন ধরনের মিষ্টি পিঠা, ঝাঁল পিঠা, ফ্রোজেন ফুড, মসলা, আাঁচার, মাশরুম, পেস্ট্রিকেক, পুডিংসহ বিভিন্ন পণের পসরা সাজিয়ে বিক্রি করছেন। দুই দিন ব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা মেলায় সখের গুদাম, রুবি’স পাঁচ মেশলি, কসমিক মাশরুম পয়েন্ট, খাঁটি মশলা, সৌখিন কারুকাজ, খেরো শিল্প, প্রাণ সায়র অনলাইন সপ, খুলনার খেয়া, বনলতা ফ্যাশান, খাটিপণ্য, আফি ফ্যাশান, সাত রঙ্গের বুননসহ ১২ স্টলে ২৩জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশ গ্রহণ করেছেন। সন্ধ্যায় মনোঞ্জ সাংস্কৃতির আয়োজন করা হয়।