সাতক্ষীরা

সাতক্ষীরায় রাইট-টু-গ্রো প্রকল্পের প্রারম্ভিক সভা

By daily satkhira

December 02, 2021

আসাদুজ্জামান : সাতক্ষীরায় শিশুদের ওয়াশ, পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের “রাইট-টু-গ্রো” প্রকল্পের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সস্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সিভিল র্স্জন ডাঃ হুসাইন শাফায়াত, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, রাইট টু গ্রো প্রকল্পের প্রোগ্রাম অপারেশন অফিসার লিমা হান্না দারিং, এরিয়া প্রোগ্রাম কোর্ডিনেটর ফুলি সরকার প্রমুখ।

সভায় জানানো হয়, ওয়ার্ল্ড ভিশনের রাইট টু গ্রো প্রকল্পের আওতায় সাতক্ষীরা দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের ৫ বছরের নিচে সকল শিশুদের এই পুষ্টি সেবা দেয়া হচ্ছে। যা ২০২১ সাল থেকে শুরু হয়ে চলবে ২০২৫ সাল পর্যন্ত।##