কলারোয়া

কলারোয়ার চন্দনপুর মাদরাসায় খোলা আকাশের নিচে ক্লাস

By Daily Satkhira

June 04, 2017

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি ঝড়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর দাখিল মাদরাসার ক্লাসরুমের টিনের চাল উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে পাঠদান করতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। শিক্ষার্থীরাও মাদারাসা চত্বরে খোলা আকাশের নিচে ক্লাস করছে। এমনই চিত্র দেখা গেলো ওই প্রতিষ্ঠানে। জানা গেছে- অতিসম্প্রতি বয়ে যাওয়া ঝড়ে মাদরাসাটির জরাজীর্ণ ৫টি ক্লাসরুমের টিনের ছাউনি উড়ে যায়। এতে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হয়। তবে সেটাকে পুশিয়ে নিতে মাদারসার খোলা চত্বরে আকাশের নিচেই পাঠদান অব্যাহত রেখেছেন শিক্ষকরা। ওই মাদরাসার অপর একটি ছাদের বিল্ডিং-এ প্রশাসনিক অফিস ও ক্লাসরুম থাকলেও তা সকল শ্রেণির জন্য অত্যন্ত অপ্রতুল। আর তাই শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে খোলা আকাশের নিচে চেয়ার-বেঞ্চ বসিয়ে-ই পাঠদান চলছে। এ প্রতিষ্ঠানে ১ম শ্রেণি থেকে ১০ম (দাখিল) শ্রেণি পর্যন্ত প্রায় ৩’শ শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠানটির সংষ্কারের লক্ষ্যে ইতোমধ্যে সাংসদ, ইউএনও, শিক্ষা অফিসসহ সংশ্লিষ্টদের কাছে আবেদন করেছেন মাদরাসার সুপার মাসুম বিল্লাহ। জরাজীর্ণ এ মাদরাসাটি দ্রুত সংষ্কারের জন্য ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন প্রতিষ্ঠানটির সভাপতি ও চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি।