আশাশুনি

বুধহাটায় নাশকতা মামলার আসামীদের হামলায় সাংবাদিকসহ আহত ৫জন

By daily satkhira

December 03, 2021

নিজস্ব প্রতিনিধি : মসজিদের ইমাম নিয়োগ নিয়ে মতবিরোধে নাশকতা মামলার আসামীদের হামলায় সাংবাদিকসহ ৫জন আহতের ঘটনা ঘটেছে। শুক্রবার বাদ জুম্মা বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের মোড়ল পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় জামায়াত-শিবির নেতাকর্মীদের নিয়োগকৃত ইমাম নিয়ে বিরোধ বাধে বর্তমান মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাথে। জামায়াত-শিবিরনেতা কর্মীদের মনোনীত ইমাম নিয়োগে অসম্মতি দেওয়ায় নাশকতা মামলার আসামী ইন্তাজ আলীর পুত্র রবিউল ইসলাম,

সুরোত সরদারের পুত্র কামরুল ইসলাম, মৃত আয়ুব আলী সরদারের পুত্র এরশাদ আলীসহ প্রায় ২০/২৫ জন সংঘবদ্ধ জামায়াত-শিবির কর্মীরা মসজিদের মধ্যেই বর্তমান মসজিদ কমিটির সভাপতি সাংবাদিক ড. মেহেদী হাসান, হান্নান, আব্দুর রহমান বাবুসহ কয়েক হামলা করে এবং মসজিদের মধ্যেই অবরুদ্ধ করে রাখে। পরে আশাশুনি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের কে উদ্ধার করে।

এতে বেউলা গ্রামের শেখ নেহাল উদ্দীনের পুত্র ড. শেখ মেহেদী হাসান, মৃত নেছার উদ্দীন সরদারের পুত্র হান্নান, আব্দুর রহমান, মৃত.কেয়াম উদ্দিনের পুত্র আকিম উদ্দীনসহ ৫ জন গুরুতর আহত হন। এছাড়া আব্দুল হান্নানের বাড়ি ঘর এবং মটরসাইকেল ভাংচুর করে। ভুক্তভোগী আব্দুল হান্নান বলেন, শুক্রবার পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমাদের মারপিট করে আহত করে। হামলাকারীদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। তিনি এবিষয়ে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।