খেলা

বাংলাদেশের নারী বডিবিল্ডার মৌ অলিম্পিয়া ইন্ডিয়াতে

By Daily Satkhira

December 05, 2021

খেলার খবর: ভারতের মুম্বাইয়ের এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে অলিম্পিয়া ইন্ডিয়া বডি বিল্ডিং প্রতিযোগিতা। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দেশসেরা নারী বডিবিল্ডার মাকসুদা আক্তার মৌ। তিনি গত এপ্রিলে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে স্বর্ণ জিতেন।

মাকসুদা মৌ এই প্রতিযোগিতায় ‘ওমেন ফিজিক’ শ্রেণিতে অংশ নেবেন। ​‍শুক্রবার শুরু হওয়া এ আন্তর্জাতিক প্রতিযোগিতাটি চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

কানাডায় পাবলিক হেলথে মাস্টার্স করা মৌ শরীর গঠনের চর্চা শুরু করেন বেশ আগে থেকেই। কাজ করেছেন যমুনা ফিউচার ফিটনেসের ট্রেইনার হিসাবেও। যেখানে নামকরা অনেক অভিনেতা, অভিনেত্রীকে ফিটনেস ট্রেনিং করাতেন মৌ। করেছেন ছেলেদের ফিটনেস ট্রেনারের কাজও।

ছোটবেলা থেকে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে দেখার ইচ্ছা ছিল মৌয়ের। সেই ইচ্ছা পূরণ হওয়ায় বেশ খুশি ২৮ বছর বয়সী এই বডি বিল্ডার।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রসঙ্গে মাকসুদা মৌ বলেন, আমাদের দেশে মেয়েদের বডিবিল্ডিং নিয়ে এখনো একটা ট্যাবু আছে। সেই বাধার দেওয়াল ভাঙার চেষ্টা করছি আমি, যাতে আমাদের দেশের অন্য মেয়েরাও বডিবিল্ডিংয়ে আসতে পারেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে খুব ভালো লাগছে আমার।