ফিচার

সাতক্ষীরা মুক্ত দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

By daily satkhira

December 08, 2021

নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুক্তির গান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৫টায় ব্যাঘ্রতট এর আয়োজনে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাসরিন খান লিপি।

ডেইলি সাতক্ষীরার সম্পাদক ও ব্যাঘ্রতটের সমন্বয়ক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাতক্ষীরার বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, অধ্যক্ষ সুভাষ সরকার, ইমাম বারী ও মো. রফিকুজ্জামান খোকন। স্বাগত বক্তব্য রাখেন, কবি ও সম্পাদক স ম তুহিন।

অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট নিরবতা পালন করে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এসময় সাতক্ষীরার বিশিস্ট ৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ বলেন, আজ আমরা গর্বিত। তরুণ প্রজন্ম যেভাবে আমাদের সম্মানিত করেছে। আমাদের মনে রেখেছে এই গর্বের বিষয়। আমরা এই সম্মাননা পাওয়ার প্রত্যাশায় যুদ্ধে অংশগ্রহণ করিনি। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেই লক্ষ্যে আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।