সাতক্ষীরা

দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের মানববন্ধন

By daily satkhira

December 09, 2021

দেবহাটা প্রতিনিধি ; দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¦রে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেষ্টুন উড়িয়ে দিবসের উদ্ভোধন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে “ আপনার অধিকার ,আপনার দায়িত্ব” দুর্নীতিকে না বলুন এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা সড়কে র‌্যালী ও মানব বন্ধন পরবর্তী উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি,

স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক চন্দ্রকান্ত মল্লিক , অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহা , সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব টাউন শ্রীপুর শরচ্ছন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আফছার আলী,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু,দেবহাটা হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, সদস্য ও বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রফিক,ইউপি সদস্য আলফাতুন্নেছা প্রমুখ উপস্থিত ছিলেন। দেবহাটায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা. হুইল চেয়ার বিতরন পরবর্তী ৫ নারীকে জয়িতা সম্মানা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী ,সখিপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম,জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু, দেবহাটা হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল,ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক চন্দ্রকান্ত মল্লিক, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব টাউন শ্রীপুর শরচ্ছন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আফছার আলী,আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রফিক, ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসুচির শামছুর নাহার,ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী জহীর উদ্দীনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলায় অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে দক্ষিন পারুলিয়ার আয়েশা সিদ্দিকা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সখিপুরের মনোয়ারা খাতুন, জেলা ও উপজেলায় সফল জননী হিসেবে খেজুর বাড়িয়ার সালমা খাতুন,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা সফল নারী হিসেবে সখিপুরের গৌরী রানী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় টউিন শ্রীপুরের সুফিয়া খাতুরকে জয়িতা সম্মানা ও ক্রেষ্ট প্রদান করা হয়।