কালিগঞ্জ

আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসে কালিগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা

By daily satkhira

December 09, 2021

কালিগঞ্জ প্রতিনিধি : ”আপনার অধিকার, আপনার দায়িত্ব, দূর্নীতিকে না বলুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে রাস্তার উপর ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাজমুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, নির্বাহী সদস্য ইলাদেবী মল্লিক, সৈয়দ মাহমুদুর রহমান, ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির শ্যামাপদ দাস, বীর মুক্তিযোদ্ধা আহম্মাদ আলী গাজী, আলহাজ¦ আব্দুস সত্তার, এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, এম হাফিজুর রহমান শিমুল, গাজী মিজানুর রহমান, মনিরুল ইসলাম মনি, আমজাদ হোসেন, আলহাজ¦ শেখ খোরশেদ আলম, মঞ্জুরুল কবীর, আবু তাহের, গোলাম রব্বানি প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দূর্নীতি দমন কমিশনের বাস্তবায়নে উপজেলা ও ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটি তৃনমূল পর্যায়ে দূর্নীতির বিরুদ্ধে গনসচেতনতার বৃদ্ধির জন্য কাজ করছে। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।