কালিগঞ্জ

কালিগঞ্জে দোকান ধ্বসে কয়েক লক্ষ টাকার ক্ষতি

By daily satkhira

December 10, 2021

কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জ উপজেলা সদরের ফুলতলা মোড় সংলগ্ন মেসার্স রাফিন ট্রেডার্সের গুদাম ঘরের পেছনের পিছনের দেয়াল ভেঙ্গে প্রায় ৭ লাখ টাকার বিভিন্ন প্রকার টাইলর্স পানিতে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফুলতলা মোড় সংলগ্ন দোকানে এই দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনার খবর পেয়ে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ও প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

দোকানের মালিক গণপতি গ্রামের এমাদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম জানান, ফুলতলা মোড়ে আব্দুর রাজ্জাকের দোকানঘর ভাড়া নিয়ে কয়েক বছর টাইলর্সের ব্যবসা করছি। দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় গুদামঘরের পেছনের অংশ ভেঙে পুকুরের পানিতে পড়ে যায়। ফলে দেশী ও বিদেশী বিভিন্ন রংয়ের টাইলর্স ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকান মালিক কান্না জড়িত কণ্ঠে  বলেন, ডাচ বাংলা ব্যাংক, ব্যুরো বাংলাদেশসহ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন কোম্পানির নিকট থেকে বাকিতে মালামাল নিয়ে ব্যবসা করছিলাম। দোকানের ভিত ধ্বসে টাইলর্স ভেঙে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এজন্য দোকান মালিক আব্দুর রাজ্জাকের দায়ী করেন। তিনি সরকারি সহযোগিতাসহ টাইলর্স কোম্পানির সার্বিক সহযোগিতা কামনা করেন।