সাতক্ষীরা

মহান বিজয় দিবসে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচি

By daily satkhira

December 12, 2021

১২ ডিসেম্বর রবিবার বিকাল সাড়ে ৪টায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিট মিলনায়তনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের জেলা শহরে বসবাসরত নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে এক যৌথসভা সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর এমপি বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো মীর মোস্তাক আহমেদ রবি। বক্তব্য রাখেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শাহানা আক্তার, উপদেষ্টা আলহাজ্ব শেখ নুরুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কৃষি ও সমবায় সম্পাদক ডা: মুনসুর আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শিল্প বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি,

সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভীন রতœা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সন্তোষ কুমার দাস, প্রচার সম্পাদক অনীত মুখার্জি, ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, উপ- দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, কোহিনুর ইসলাম, সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, ইসমত আরা, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জো¯œা আরা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুনজুর হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো: জিল্লুর রহমান ও জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ সরদার, জেলা শ্রমিকলীগের উপ-দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম মিঠু প্রমুখ নেতৃবৃন্দ। সভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় বঙ্গবন্ধু মুর‌্যালে মাল্যদান এবং বিকাল সাড়ে ৩টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশ ও র‌্যালি সহকারে সাতক্ষীরা স্টেডিয়ামে উপস্থিত হওয়া এবং

বিকাল সাড়ে ৪টায় দেশব্যাপি এক যোগে মাননীয় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগদান ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন ও শিক্ষা মানব সম্পাদক লায়লা পারভীন সেজুতির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি