শ্যামনগর

কাশিমাড়ীতে নৌকা প্রতীকের পথসভায় সমর্থকদের হামলা

By daily satkhira

December 13, 2021

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা জাগরণী যুব সংঘ চত্বরে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের পথসভা চলাকালীন সময়ে জামায়াত সমর্থিত এস এম আব্দুর রউফের আনারস প্রতীকের সমর্থকরা হামলা চালিয়ে ভাংচুর করেছে ও পথসভা পন্ড করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

অভিযোগে জানা যায়, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালীর ধারাবাহিক নির্বাচনী পথসভার অংশ হিসেবে সোমবার বিকাল সাড়ে ৪টা থেকে ঘোলা জাগরণী যুব সংঘ চত্বরে এক পথসভা চলছিল। মাগরিবের নামাজের বিরতি দিয়ে দ্বিতীয়অধিবেশন চলাকালীন সময়ে জামায়াত সমর্থিত এস এম আব্দুর রউফের আনারস প্রতীকের সমর্থকেরা ৪০০/৫০০ টি মোটর সাইকেল যোগে শোডাউন নিয়ে এলাকায় ত্রাশের সৃষ্টি করতে করতে নৌকা প্রতীকের পথসভাস্থলে এসে পিছন থেকে অতর্কিত হামলা চালায়। এসময় আনারস প্রতীকের সন্ত্রাসী বাহিনীরা নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শমসের আলী ঢালীর নিজস্ব মোটর সাইকেল সহ কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে অতর্কিত হামলা চালায়। এসময় নৌকা প্রতীকের পথসভাটি পন্ড করে দিয়ে আনারস প্রতীকের সন্ত্রাসী বাহিনীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পথসভার অনুমতি নেই অজুহাতে নৌকা প্রতীকের সমর্থকদের উপর ধাওয়া করে তাড়িয়ে দেয়। এ ঘটনায় গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অহিদ মুর্শেদ বলেন, দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছেন।