সাতক্ষীরা

সুশীলন রিকল প্রকল্পের আর্থিক প্রতিষ্ঠানের লিংকেজ মিটিং অনুষ্ঠিত

By daily satkhira

December 14, 2021

শ্যামনগর প্রতিনিধি : অক্সফ্যামের কারিগরি ও আর্থিক সহযোগীতায় ও সুশীলন রিকল-২০২১ প্রকল্পের বাস্তবায়নে শ্যামনগর উপজেলার আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের উৎপাদক দলের সদস্যদের সাথে আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনীধিদের লিংকেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে অনুষ্ঠিত লিংকেজ মিটিং এ উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমবায় অফিসের অফিস সহকারী মোঃ আমির হোসেন, সমাজসেবা অফিসের অফিস সহকারী কিরন শংকর চট্টোপাধ্যায় সহ হা্ইজিন সেন্টার, স্যানিটেশন সেন্টারের সদস্য, কাকড়া উৎপাদক দলের সদস্য, শপিং ব্যাগ উৎপাদক দলের সদস্য, সবজী উৎপাদক দলের সদস্য, হাঁস ও মাছ চাষ উৎপাদক দলের সদস্য, মিষ্টির প্যাকেট উৎপাদক দলের সদস্য, রিকল প্রকল্পের আওতাধীন বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসায়ের সাথে প্রত্যাক্ষ ভাবে জড়িত সদস্যরা উপস্থিত ছিলেন।

আর্থিক প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংক লিঃ ব্যবস্থাপক ধর্মদাস সরকার, রুপালী ব্যাংক লিঃ ব্যবস্থাপক হাফিজ উন নুরী, ইসলামী এজেন্ট ব্যাংকিং ব্যবস্থাপক হারুন অর রশিদ, ব্যাংক এশিয়া পরিচালক ইনামুল ইসলাম, ট্রাস্ট ব্যাংক সহ ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, এনজিএফ ব্রাঞ্চ ম্যানেজার শফিউল আজম, বরসা হিসাবরক্ষক দেব কুমার ঘোষ, সুশীলন ব্রাঞ্চ ম্যানেজার সিদ্ধার্থ মন্ডল, ড্রীম লাইটার প্রতিনীধি পলাশ কুমার পাইক লিংকেজ মিটিং অংশগ্রহন করেন। তারা তাদের ঋন কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করেন এবং তারা ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে স্বল্প সুদে ঋন প্রদান করার প্রতিশ্রুতি প্রদান করেন। রিকল- ২০২১ প্রকল্পের আওতাধীন এন্টারপ্রাইজ গুলো পরিকল্পনা অনুযায়ী বাজার সম্প্রসারন করতে পারলে এলাকার অবহেলিত অসচ্ছল নারীরা তাদের সংসার জীবনে সচ্ছলতা আনতে পারবে। মিটিং এ সুশীলন এর পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেন, এ্যাকাউন্টস অফিসার রাজু আহম্মেদ, এফএফ শহীদুল ইসলাম, দিবাকর ঘোষ, মীর হাছিব উল্লাহ প্রমুখ।