দেবহাটা ব্যুরো : দেবহাটায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ও বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ।
অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলী মোর্তোজা আনোয়ারুল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান,
সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সভাপতি আবু রায়হান তিতু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভয় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। বাংলাদেশকে মেধা শুন্য করতে বুদ্ধিজীবী হত্যা করা হয়। তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। বক্তারা আরো বলেন, ১৯৭১ এর দিনগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বঙ্গবন্ধুর দীর্ঘ দিনের স্বপ্নের ফল মহান স্বাধীনতা। তার আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশের নাগরিক। আজ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজ বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে চলেছেন। আগামী ২০৪১ সালের স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্য হয়ে কাজ করে যেতে হবে।