ফয়জুল হক বাবু : মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে শত পাউন্ড কেক কাটা হয়েছে সাতক্ষীরায়। এ উলক্ষ্যে সাতক্ষীরা ডি.বি. ইউনইটেড হাইস্কুলে আলোচন সভা, কেক কাটা, দোয়া অনুষ্ঠান ও ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ হারুনর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রশিদ, জেলা জাতিয়পার্টির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কানাই লাল সাহা,
ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। পরে শেখ রাসেল দেওয়াল লিখনি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারি ৮ম শ্রেণীর ছাত্রী ইশিতা আফরোজ, দ্বীতিয় স্থান অধিকারি দশম শ্রেণীর প্রীতম সাহা ও তৃতীয় স্থান অধিকারি মোহসিনা আক্তারকে পুরস্কার বিতরণ শেষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কমনায় দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ মোহসিন উদ্দীন। পরে বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয়ের দুই গ্রুপের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।