কে এম রেজাউল করিম দেবহাটা : নানা আয়োজনে দেবহাটায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে দেবহাটা সরকারি পাইলট হাইস্কুল মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এতে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ। অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আলী মোর্তোজা আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সভাপতি আবু রায়হান তিতু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।