নিজস্ব প্রতিনিধি : পদ র্যালি, সাইকেল র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস।
এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে সকালে শহরের পাকা পুল মোড় থেকে সাইকেল ও পদ র্যালি শুরু হয়। র্যালি উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।
পরে তা শহীদ আবদুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এরপর শিল্পকলা আকাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতির জনকের শতবর্ষ ও বিজয়ের সুবর্ন জয়ন্তীতে আলোচনা সভা। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কাজী আরিফুর রহমান, জনশক্তি কর্মকর্তা আবদুল মজিদ, আব ুবকর সিদ্দিক , সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) এর অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, অগ্রগতি সংস্থা পরিচালক আবদুস সবুর প্রমূখ। বিদেশে কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে জনশক্তি রফতানি অব্যাহত আছে। কোন দালাল অথবা এজেন্টের মাধ্যমে না যেয়ে সরাসরি কর্মসংস্থান অফিসের মাধ্যমে বিদেশে চাকুরি নিয়ে যাওয়ার আহবান জানান তারা। এসময় বিদেশে কর্মরতদের সম্মাননা প্রদান করা হয়।