সাতক্ষীরা

সাতক্ষীরায় ৫ দিনব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

By daily satkhira

December 18, 2021

প্রেস বিজ্ঞপ্তি: ‘পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি, বাল্যবিয়ে এবং অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি’ এই স্লোগানকে সামনে রেখে নারী ও কিশোরীদের নিরাপদ প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় ৫ দিনব্যাপী (১৮-২৩ ডিসেম্বর) পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (সিসি) ডা. জি,এম মুজিবর রহমান, উপ-পরিচালক রওশান আরা জামান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ লিপিকা বিশ্বাস, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম,

সদর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল অফিসার ডাঃ জয়ব্রত ঘোষ, আব্দুল সেলিম প্রমুখ। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। সঠিক পরিকল্পনার মাধ্যমে পরিবারের সার্বিক মঙ্গল উন্নতিসাধন করায় পরিবারের পরিকল্পনার লক্ষ্য। টেকসই উন্নয়ন লক্ষ্য বাংলাদেশে মাতৃ মৃত্যুর হার ২০৩০ সালের মধ্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে। একারনে এই স্বাস্থ্য সেবা পেতে যাতে কোন রোগী ও তাদের স্বজনেরা ভোগান্তি না পায় সে দিকে খেয়াল রাখার পাশাপাশি সেবা প্রদানকারীদের আন্তরিকতার সাথে সেবা দেওয়ার আহবান জানান। পরবর্তীতে সেবা গ্রহীতাদের মাঝে বিভিন্ন ধরণের চিকিৎসা সামগ্রী (নিত্য প্রয়োজনীয় ঔষধপত্র) বিতরণ করা হয়।