সাতক্ষীরা

জমিজমা সংক্রান্ত বিষয়ে গোডাউন ঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

By daily satkhira

December 18, 2021

নিজস্ব প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে গোডাউন ঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের মৃত আব্দুর রহমান সানার পুত্র আব্দুস সবুর। লিখিত অভিযোগে তিনি বলেন,

সাতক্ষীরা সদর উপজেলার ১৩নং লাবসা ইউনিয়নের আব্দুস সবুরের বাড়ী সংলগ্ন বিশাল গোডাউন ঘর ভাংচুর করা হয়েছে। সাতক্ষীরার কামালনগর গ্রামের শাফায়েত করিমের পুত্র আফজালুল করিম, ও তার লোকজন এ ভাংচুর এ ভাংচুর চালায়। প্রকাশ থাকে যে, লাবসা মৌজা ও গ্রামের মোছাঃ আমেনা খাতুন এর নামে এসএ-৮১৪ নং খতিয়ানে ১.০২ একর জমি থাকে। উক্ত জমি আমেনা খাতুন

তার একমাত্র পুত্র গোলাম মোস্তফার নামে দানপত্র দলিল করিয়া দেয়। উক্ত গোলাম মোস্তফা দানপত্র দলিল পাওয়ার পারে প্রথমে ২৫ শতক জমি মোঃ আব্দুস সালাম দিং এর নামে বিক্রয় করে। পরবর্তীতে ৪১১/২ শতক জমি শেখ কামরুজ্জামান এর নিকট বিক্রয় করেন। কামরুজ্জামানের মৃত্যুর পরে তাহার তিন পুত্র ও এক কন্যা উক্ত সম্পত্তির মালিক হয়েন। এই আব্দুস সবুর কামরুজ্জামান এর তিন পুত্র ও এক কন্যার নিকট হইতে উক্ত ৪১ ১/২ শতক জমি ক্রয় করে এবং সেটেলমেন্ট এর রেকর্ড পান। এর বাহিরে ৩৬ শতক জমি থাকে যাহা সাতক্ষীরা সড়ক ও জনপদের নামে ৩০ শতক শেখ নজরুল ইসলামের নামে ০৬ শতক জমি থাকে। উক্ত ০৬ শতক জমি এই আব্দুস সবুর তাহার নিকট হইতে ক্রয় করে কোবলা করিয়া লয়েন। বাকী ৩০ শতক জমি যেহেতু সি এন্ড বি নামে রেকর্ড থাকায় একটা দখলের নোটারী পাবলিক এর মাধ্যমে আব্দুস সবুর বরাবর দখল লিখিয়া দেন এবং পরবর্তীতে সেটেলমেন্ট অফিসে ৬০৯৪৮ নং একটি আপিল কেস সি এন্ড বি এর বিরুদ্ধে দাখিল করিয়া সেখানে এই আব্দুস সবুর এর নামে দখল নোট দেওয়ার জন্য বলেন সেই অনুযায়ী উক্ত ৩০ শতক জমি সহ মোট ৭২ শতক জমি সবুর এর নামে দখল নোট হয়। শেখ নজরুল ইসলাম ডিভি লটারীতে আমেরিকা

যাওয়ার সুযোগ হওয়ায় উক্ত জমি আব্দুস সবুর অর্থাৎ আমার নিকট বিক্রয় করিতে আসিলে সি এন্ড বি’র নামে থাকায় আমি নিতে অস্বীকার করিলে বহু লোকজন ধরিয়া আমার নিকট দখল নোট দিয়া সত্তর হাজার টাকা ও ০৬ শতক জমি কোবলা করিয়া দিয়া ২৫ হাজার টাকা গ্রহন করে এবং আমেরিকাতে চলিয়া যায়। হঠাৎ দীর্ঘ ২১ বছর পর উক্ত নজরুল ইসলাম বাড়ি আসিয়া কামালনগর নির্বাসি মোঃ আবজালুল করিমের নিকট এই ৩০ শতক জমি একটা পাওয়ার অর্ফ এ্যাটার্নি লিখিয়া দেওয়ায় সিভিল আদালতে এই ৩০ শতক জমি লইয়া একটা মামলা চলমান আছে।

কিন্তু ইতিমধ্যে উক্ত পাওয়ার গ্রহিতা আমার ক্রয়কৃত রেকর্ডীয় ৪৭ ১/২ শতক জমির মদ্যে আসিয়া ৭৫ ফুট ´ ৩৬ ফুট বিশাল গোডাউনটি বেকু মেশিন দ্বারা ভাঙ্গিয়া গোড়াইয়া দিয়াছে এবং তাহাতে আমার ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হইয়াছে। তিনি উক্ত বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।