সাতক্ষীরা

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

By daily satkhira

December 20, 2021

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের বাকসা মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার দুপুরে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের বাকসা মাঠের মধ্যে পরিত্যক্ত একটি সেচ পাম্প থেকে উক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির টহল কমান্ডার ল্যান্স নায়েক ডালিম মিয়ার নেতৃত্বে সীমান্তের বাকসা মাঠের মধ্যে পরিত্যক্ত একটি সেচ পাম্পের ভিতরে পাইপের মধ্যে এক হাত বালির নীচে হতে মালিকবিহীন অবস্থায় একটি পিস্তল, একটি খালি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি (লড নম্বর কেএফ ৭.৬৫) উদ্ধার করা হয়। যার মূল্য ১ লাখ ৬ হাজার টাকা। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সাতক্ষীরা সদর থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটেীরয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের মূল লক্ষ্য। ##