ন্যাশনাল ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও মানবাধিকারকর্মী খুশি কবীরের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ আদেশ দেন। আদালতে আজ রাজধানীর চকবাজার থানা এলাকার সমাজসেবক হাজি মোহাম্মদ বাদল বাদী হয়ে এ মামলাটি করেন। বিচারক আদেশে বলেন, আরজিতে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় তা খারিজ করে দেওয়া হলো। বাদী আরজিতে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি নিজের মা হিসেবে শ্রদ্ধা করেন। প্রধানমন্ত্রীর নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন। এ ঘটনায় তিনি মামলাটি করেছেন। আরো বলা হয়, সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গত ২৮ মে সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে ইমরান এইচ সরকারের নেতৃত্বে বের হওয়া গণজাগরণ মঞ্চের একটি মিছিল থেকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্লোগান দেওয়া হয়। তাদের বক্তব্য পর দিন বিভিন্ন পত্র-পত্রিকায় আসে। এতে প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে।