আন্তর্জাতিক

গো-রক্ষায় ফের মুসলিমকে পিটিয়ে হত্যা

By Daily Satkhira

September 17, 2016

ডেস্ক রিপোর্ট: ভারতের আহমেদাবাদে মোহাম্মদ আইয়ুব (২৯) নামের এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দেশটির স্বঘোষিত গরু রক্ষা বাহিনী। খবর এনডিটিভির। গত বুধবার আইয়ুবকে পিটিয়ে আহত করা হয়। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার আহমেদাবাদের একটি হাসপাতালে মারা যান তিনি। পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, বুধবার রাত ৩টায় সমীর শেখ এবং আইয়ুব গাড়িতে করে একটি গাভী ও একটি বাছুর গরু পাচার করছিলেন। এ সময় তাদের গাড়ি মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাছুরটি মারা যায়। আহতাবস্থায় আইয়ুব ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে গরু রক্ষা বাহিনীর সদস্যরা তাকে আটক করে ব্যাপক মারধর করে। তবে আইয়ুবের সহযোগী সমীর শেখকে সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য রক্ষা করেন। এদিকে গরু রক্ষা বাহিনীর তিন সদস্য আইয়ুব এবং সমীরের বিরুদ্ধে অবৈধভাবে গরু পরিবহনের জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে যাদের পিটুনিতে আইয়ুব মারা গেছেন, তাদের এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ। আইয়ুবের পরিবারের দাবি, থানায় অভিযোগ করা ওই তিন ব্যক্তিও আইয়ুবকে পেটানোর সঙ্গে জড়িত। তবে পুলিশ বলছে, তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই। তাছাড়া আহত সমীরও তাদের চিনতে পারেননি বলে দাবি করেছে পুলিশ।

আরআর ভগত নামের একজন সিনিয়র পুলিশ অফিসার বলেছেন, আমরা ওই তিন ব্যক্তিকে আটক করেছিলাম। কিন্তু সমীর তাদের চিনতে পারেননি। তিনি বলেন, অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আমরা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছি। আইয়ুবের পরিবার বলছে, সমীর ঘটনাস্থলে ছিল। কিন্তু এখন উপরের চাপে সে তাদের চিনতে পারছে না বলে জানিয়েছে। আইয়ুবের চাচা রোজার খান বলেন, থানায় অভিযোগ দায়েরের ফলে এটা পরিষ্কার যে, ওই তিন ব্যক্তি ঘটনাস্থলে ছিলেন। তারাও আইয়ুবের মৃত্যুর জন্য দায়ী। তিনি বলেন, অবৈধভাবে গরু পরিবহন করলেও আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারও নেই। এই স্বঘোষিত গরু রক্ষা বাহিনী খবরের শিরোনামে আসে গত জুলাই মাসে। তখন চারজন মুসলিমকে পিটিয়ে আহত করা হয়েছিল। এরপর দেশটিতে এ ধরনের আরও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন মুসলিমকে হত্যাও করা হয়েছে।