সাতক্ষীরা

সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

By daily satkhira

December 23, 2021

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় বিনেরপোতাস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি) এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন, সাতক্ষীরার টিটিসি’র অধ্যক্ষ কে এম মিজানুর রহমান।

প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।

সাতক্ষীরা টিটিসি’র আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। সেমিনারে “দক্ষ হয়ে বিদেশ যাই, সমৃদ্ধি ও সম্মান দুই বড়াই” শ্লোগানে নিরাপদ অভিবাসন নিশ্চিত করনের লক্ষ্যে সচেতনতা মূলক নাটক প্রদর্শিত হয়। পরে তিনদিন ব্যাপি বহি:গমন প্রশিক্ষণে উত্তীর্ণদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, বাংলাদেশের রেমিটেন্সের একটি বড় অংশ আসে অভিবাসীদের নিকট থেকে। কিন্তু দালালের খপ্পড়ে বিদেশে গিয়ে অনেকে বিপদেও পড়েন। বিদেশ যেতে হলে অবশ্যই সরকারের নিয়ম অনুযায়ী বৈধভাবে দক্ষ কর্মী হয়ে যেতে হবে। তাহলে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি দেশের সম্মান বৃদ্ধি পাবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, টিটিসি’র ভাষা শিক্ষা বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর আনারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জোহরা, অগ্রগতির নির্বাহী পরিচালক আব্দুস সবুর, টিটিসি’র জবপ্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম প্রমুখ।