কালিগঞ্জ

বঙ্গবন্ধু’র জম্মশতবর্ষ-স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও উন্নয়ন উৎসব উপল‌ক্ষে কা‌লিগ‌ঞ্জে সা‌হিত‌্য স‌ম্মেলন

By daily satkhira

December 27, 2021

কা‌লিগঞ্জ প্রতিনি‌ধিঃ বঙ্গবন্ধু জম্মশতবর্ষ-স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও দেশর‌ত্নের উন্নয়ন উৎসব উপল‌ক্ষে শ্রদ্ধা নি‌বেদন, অা‌লোচনা সভা, স্বরর‌চিত ক‌বিতাপাঠ, অাবৃ‌ত্তি ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার দুপুর ১২টায় থে‌কে বিকেল পর্যন্ত মু‌ক্তি‌যোদ্ধা সংসদ কম‌প্লেক্স ভবন মিলনায়ত‌নে বর্ণাঢ‌্য এই অনুষ্ঠা‌নের অা‌য়োজন করা হয়। এর অা‌গে খানবাহাদুর অাহছানউল্লা সেতু সংলগ্ম বঙ্গবন্ধুর ম‌্যুরা‌লে পুস্পমাল‌্য অর্পণ ক‌রা হয়। পরে সোহরাওয়ার্দী পার্কে অব‌স্থিত বিজয় স্ত‌ম্ভে পুস্পমাল‌্য প্রদা‌নের পর বঙ্গবন্ধুর স্মৃ‌তি জাগ্রত রাখ‌তে এক‌টি বকুল গা‌ছের চারা রোপন ক‌রেন অ‌তি‌থিবৃন্দ।

এরপর এক‌টি বর্ণাঢ‌্য শোভাযাত্রা সহকা‌রে কেন্দ্রীয় শহীদ মিনা‌রে পুস্পমাল‌্য অর্পণ ক‌রা হয়। উপ‌জেলা শিল্পকলা একা‌ডে‌মি ও প্রেসক্লা‌বের অ‌য়োজ‌নে অনুষ্ঠা‌নের শুরু‌তে উ‌দ্বোধনী বক্তব‌্য রা‌খেন বি‌শিষ্ঠ সা‌হি‌ত্যিক ও প্রাবন্ধিক অবসরপ্রাপ্ত অধ‌্যাপক গাজী অা‌জিজুর রহমান। ‌প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর প‌রিচালনায় অা‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান সাঈদ মে‌হেদী। এসময় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন বাংলা একা‌ডে‌মির পুরস্কারপ্রাপ্ত শিশুসা‌হি‌ত্যিক সুজন বড়ুয়া, বাংলা একা‌ডে‌মির পুরস্কারপ্রাপ্ত শিশুসা‌হি‌ত্যিক রহীম শাহ, মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের সা‌বেক ডেপু‌টি কমান্ডার ও ইউ‌পি চেয়ারম‌্যান বীর মু‌ক্তি‌যোদ্ধা অাব্দুল হা‌কিম, গী‌তি ক‌বি সুজন হাজং, কণ্ঠশিল্পী-ক‌বি সৈয়দ এখ‌তেদার অালী, বা‌চিক‌শিল্পী অধ‌্যাপক নাঈম রুম্মান, না‌সিমা বেগম, নুসরাত জাহান, শ‌র্মিষ্ঠা বড়ুয়া চৌধুরী, খুর‌শিদ জাহান বৃ‌ষ্টি, প্রমা প্রদী‌প্তি বড়ুয়া, অপূর্বা সুদী‌প্তি বড়ুয়া, প্রেসক্লা‌বের সভাপ‌তি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপ‌তি শেখ অা‌নোয়ার হো‌সেন প্রমুখ। অনুষ্ঠা‌নে উ‌দ্বোধনী ক‌বিতা অাবৃ‌ত্তি ক‌রেন মাসুম অা‌জিজুল বাশার। শু‌ভেচ্ছা বক্তব‌্য রা‌খেন ক‌বি শাহ মোহাম্মাদ সানাউল হক, কথা‌শিল্পী-ক‌বি শাফাত শ‌ফিক, ছড়া‌শিল্পী-কণ্ঠ‌শিল্পী ঢালী মোহাম্মাদ দে‌লোয়ার, কবি অাব্দুল্লাহ অাল বাকী, ছড়াকার আহমেদ সাব্বির। বঙ্গবন্ধু জম্মশতবর্ষ অান্তর্জা‌তিক পর্ষদের সাধারণ সম্পাদক ক‌বি অলিতাজ ম‌নির সভাপ‌তিত্বে অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব‌্য রা‌খেন ক‌বি-ছড়া‌শিল্পী অাসলাম সা‌নী।