সাতক্ষীরা

শাঁখরা-কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

By daily satkhira

December 28, 2021

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাঁখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভোট কেন্দ্রে বিরতিহীনভাবে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অভিভাবক ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

এ অভিভাবক সদস্য নির্বাচনে ১৩ জন অভিভাবক প্রার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ৩০৬ ভোট পেয়ে মো: আব্দুস সবুর, মিজানুর রহমান ৩০৩ ভোট, মো: মন্টু ইসলাম ৩০১ ভোট, মো: শাহজাহান সরদার ৩০৩ ভোট এবং সংরক্ষিত মহিলা প্রার্থী মাছুরা খাতুন ৩০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যতম প্রার্থী আব্দুল জব্বার ১৪ ভোট, আব্দুর রহমান ২০ ভোট, মো: পলাশ হোসেন (নব নির্বাচিত ইউপি সদস্য) ১৫ ভোট, ফজলে রহমান ১০ ভোট, শওকাত হোসেন ১১ ভোট, সাইফুল ইসলাম ৭ ভোট, সংরক্ষিত মহিলা আসনে মোসলেমা খাতুন ৫ ভোট এবং সুরাইয়া পারভীন ৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। শাঁখরা-কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও শান্তিপুর্ণভাবে নিরলস ও কর্মদক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমাতুজ্জোহরা,

প্রিজাইডিং অফিসার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার মো: আবুল হোসেন, সানজিদা খাতুন ও জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মেহেদী হাসান। এ অভিভাবক সদস্য নির্বাচনে অভিভাবক ভোটার সংখ্যা ছিল ৫৪২ জন। তার মধ্যে ৩২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এ সদস্য নির্বাচন পর্যবেক্ষন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজের অধ্যক্ষ নাজমুস শাহাদাত আজাদী, ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু হাসান, ভোমরার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো: আকবর আলী সরদার, হাড়দ্দহা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাগফুর রহমান এবং আলীমদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।