কালিগঞ্জ

কালিগঞ্জে ঝালাই করার সময় মাইক্রোবাসসহ লেদ কারখানায় আগুন

By daily satkhira

December 29, 2021

নিজস্ব প্রতিনিধি : ঝালাই করার সময় তেলের ট্যাঙ্কিতে আগুন লেগে মাইক্রোবাস ও লেদ কারখানা পুড়ে গেছে। বুধবার দুপুর একটার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উত্তর কালিগঞ্জ চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মুক্তিযোদ্ধা মনির আহম্মেদ এর ছেলে সাব্বির আহম্মেদ জানান, সাড়ে চার মাস আগে র‌্যাব এর কাছ থেকে ১৫ লাখ টাকায় একটি মাইক্রেবাস (এল-৩০০ মিটসুবিশি হাইয়েক্স) নিলামে কেনেন। ট্যাঙ্কি থেকে তেল পড়ার কারণে ঝালাই করার জন্য গাড়িটি বুধবার দুপুর একটার দিকে উত্তর কালিগঞ্জ চৌরাস্তা মোড়ের আব্দুল মতিনের মালিকানাধীন লেদ কারখানায় নিয়ে আসেন।

মিস্ত্রী ঝালাই এর কাজ করার সময় হঠাৎ করে গাড়িটিতে আগুন লেগে যায়। এতে তেলের ট্যাঙ্কি ফেটে আগুন ছড়িয়ে পড়ে লেদ কারাখানার চালসহ বিভিন্ন অংশ পুঁড়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেললেও মাইক্রোবাসটি পুড়ে মারাত্মক ক্ষতি হয়। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#