সাতক্ষীরা

সাতক্ষীরায় ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪র্থ তলা নতুন ভবনের উদ্বোধন

By daily satkhira

December 29, 2021

নিজস্ব প্রতিনিধি :“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উর্দ্ধমুখী সম্প্রসারণকৃত ৪র্থ তলা নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. আব্দুস ছোবহান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নতুন ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“নান্দনিক ও পরিচ্ছন্ন সাতক্ষীরা গড়তে সকলের সহযোগিতা দরকার। আমার নির্বাচনী এলাকায় এখনও শতভাগ উন্নয়ন করতে পারি নাই। এলাকার উন্নয়নে আমার অনেক স্বপ্ন আছে। সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশন করা, বিনেরপোতা থেকে আশাশুনি সড়কে লিং রোড়, বিশ^বিদ্যালয় করাসহ অনেক স্বপ্ন পূরণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ^াস, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, ধুলিহর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা) প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র বাস্তবায়ণে ১ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে নির্বাচিত বে-সরকারিমাধ্যমিক বিদ্যালয় সমূহের সম্প্রসারণ প্রকল্পের (৩২৫০ স্কুল) বিদ্যমান একতলা একাডেমিক ভবনের (৩০০০) ২য়,৩য় ও ৪র্থ তলার উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের আওতায় নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ বোরহান উদ্দীন, ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ মন্ডল, সহকারি শিক্ষক দেবব্রত ঘোষ, হাফিজুল ইসলাম, ভানুবতী সরকার প্রমুখ।

এসময় ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সাংবাদিক মো. শহিদুল ইসলাম।