আন্তর্জাতিক

কাতারের সঙ্গে সৌদিসহ চার আরব দেশের সম্পর্কচ্ছেদ

By Daily Satkhira

June 05, 2017

অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। দেশগুলো বলছে, কাতার মুসলিম ব্রাদারহুডসহ সন্ত্রাসী দলগুলোকে সমর্থন দিচ্ছে।

সৌদির সরকারি সংবাদ সংস্থা ‘এসপিএ’ জানিয়েছে, রিয়াদ কাতারের সঙ্গে জল, স্থল, আকাশপথসহ সব ধরনের যোগাযোগ ছিন্ন করেছে। সংবাদ সংস্থাটির কর্তৃপক্ষ বলছে, ‘সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার ঝুঁকি থেকে দেশকে নিরাপদে রাখতেই এটা করা হচ্ছে।’

পাশাপাশি সৌদি জোটের নেতৃত্বে ইয়েমেনে নিযুক্ত সেনাবাহিনী থেকে কাতারের সব সেনাকে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি কাতারের পরিবহনকে তাদের নৌ অথবা বিমানবন্দর ব্যবহার করতে দেবে না।

সংযুক্ত আরব আমিরাত কাতারের কূটনৈতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলেছে। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, সন্ত্রাসবাদীর সঙ্গে গলায় গলায় ভাব, উগ্রপন্থীদের সমর্থন ও সহায়তা করার জন্য কাতারের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখতে আবুধাবি আগ্রহী নয়।

বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটি কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। তারা বলেছে, ‘নিরাপত্তাজনিত কারণ, বাহরাইনের স্থিতিশীলতার স্বার্থে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে তারা এটা করছে।’