মাহফিজুল ইসলাম আককাজ : ‘সরকারিকরণ নয়, তিনবেলা খাওয়া ও সুস্থ্যভাবে বাঁচতে চাই’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের বেতন-ভাতা বৃদ্ধির লক্ষ্যে অবস্থান মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা সুইপার কল্যাণ ইউনিয়নের নেতৃবৃন্দ। সোমবার সকালে সাতক্ষীরা পৌর ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। ইতিমধ্যে কর্মচারীরা সাতক্ষীরা পৌর মেয়র বরাবর দুটি ব্যানার সম্বলিত আবেদনের মাধ্যমে তাদের দাবি-দাওয়া উত্থাপন করেছেন। মানববন্ধন চলাকালে বিভিন্ন স্লোগান দিতে থাকে। কর্মচারীরা তাদের আবেদনে উল্ল্যেখ করেছে যে, সাতক্ষীরা পৌরসভার পরিস্কার পরিছন্নতার কাজ করে থাকি। যা লোক চক্ষে একটি অশোভনীয় কাজ। তার পরেও জীবনের ঝুঁকি নিয়ে শুধুমাত্র পরিবারের মৌলিক চাহিদা মেটানোর জন্য এসকল কাজ আমরা করে থাকি। এ কাজ করার কারণে আমরা বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ি। আর এ কাজের বিনিময়ে আমরা যে বেতন পাই তা বর্তমান বাজার মূল্যের সাথে সঙ্গতিপূর্ণ না। এতে করে পরিবার পরিজন নিয়ে আমাদের জীবন যাপন করা কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে। এ কাজ করার ফলে আমরা নানা ধরনের রোগ, আর বৃদ্ধ বয়সে আমাদের কোনো ভবিষ্যত নেই। এ কারণে আমরা পরিবারের সদস্যদের কাছেও হয়ে থাকি অবহেলিত, লাঞ্ছিত। এজন্য কর্মচারীরা মানবিক দিক বিবেচনা করে কর্মচারীরা যাতে তিন বেলা খেয়ে সুস্থভাবে জীবন যাপন করতে পারে সে ব্যাপারে সাতক্ষীরা পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সুইপার কল্যাণ ইউনিয়নের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক গণেশ, জেলা সুইপার কল্যাণ ইউনিয়নের সাবেক সভাপতি সামছুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও জেলা সুইপার কল্যাণ ইউনিয়নের উপদেষ্টা চন্দন হেলা। বক্তব্যে জেলা সুইপার কল্যাণ ইউনিয়নের নেতৃবৃন্দরা বলেন, পৌরসভার ড্রেণ পরিচ্ছন্নকারীরা মাসিক বেতন পায় ৪ হাজার ৫ শ’ টাকা, ট্রাকের পরিচ্ছন্নকারীরা বেতন পায় ৫ হাজার ৪শ’ টাকা ঝাড়–দাররা মাসিক বেতন পায় ২ হাজার ৫শ’ টাকা। এই নুন্যতম বেতনে বর্তমান সময়ে ছেলে- মেয়ে নিয়ে সংসার চালানো দূর্বিসহ হয়ে যাচ্ছে। আমরা সাহায্য চাইনা আমরা নার্য্য মজুরী চাই এবং বাঁচতে চাই। এব্যাপারে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি জানান, পরিচ্ছন্ন কর্মীদের দৈনিক ৮ ঘন্টা কাজ করার কথা। কিন্তু তারা ২ ঘন্টা কাজ করে। ২ ঘন্টা কাজ করে ৮ ঘন্টার কাজের বেতন কিভাবে নেবে। যারা প্রকৃত পরিচ্ছর্ন্ন কর্মী তাদের তালিকা চেয়েছি। আলোচনা সাপেক্ষে বেতন-ভাতা বৃদ্ধি করা হবে।