কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ ঘুরে গেলেন ভূতপূর্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সচিব মুন্সি শফিউল হক। ৩ জানুয়ারি সোমবার বিকেলে তিনি কালিগঞ্জ প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে অনেক ভালো সময় কাটিয়ে ছিলাম।
দূরে থাকলেও কালিগঞ্জের স্মৃতি আজও মনে পড়ে। তাইতো মনের টানে আবারও অাপনাদের মাঝে বেড়াতে এসেছি। সেই সময় বাবুরাবাদের ভূমিহীন আন্দোলন, শিক্ষাক্ষেত্রে জাগরণের জন্য উদ্দীপ্ত সাতক্ষীরার নামকরণ প্রস্তাব কালিগঞ্জ থেকেই হয়েছিল।
আজ অনেক পরিবর্তন হয়েছে, অনেক উন্নয়ন ঘটেছে।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, সাহিত্যিক ও প্রাবন্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, নিয়াজ কওসার তুহিন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সোহারোয়ার্দী পার্ক কমিটির কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম প্রমুখ।
এসময় অবসরপ্রাপ্ত সচিব ও ভূতপূর্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্সি শফিউল হককে প্রেসক্লাবের পক্ষ থেকে উত্তরীয় ও কোটপিন পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে লেডিস ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবে অংশগ্রহন করেন। এসময় লেডিস ক্লাবের সভানেত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী সামিরা খন্দকার, সাম্পাদিকা ইলাদেবী মল্লিক, যুগ্ন-সম্পাদিকা কনিকা সরকারসহ লেডিস ক্লাবের সদস্যবৃন্দ তাকে শুভেচ্ছা জানান। সন্ধ্যায় উপজেলা পরিষদের ক্যাম্পাস ঘুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কিছু সময় অতিবাহিত করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী উপস্থিত ছিলেন। সন্ধ্যার পর সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে গেলে ফুলেল শুভেচ্ছা জানান উপ-পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। রাতে নৈশভোজ শেষে সাতক্ষীরায় উদ্দেশ্যে রওনা দেন তিনি।