খেলা

ঐতিহাসিক জয়ে বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা

By Daily Satkhira

January 05, 2022

খেলার খবর: বিদেশের মাঠে আগেও টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। তবে নিউজিল্যান্ডে পাওয়া এই জয় অন্য জয়ের চেয়ে আলাদা।

প্রথমত. গত বছরের জুনে ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে আইসিসির বিশ্বসেরা টেস্ট দলের খেতাব পায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিশ্বসেরার খেতাব পাওয়ার ছয় মাসের ব্যবধানেই ঘরের মাঠে টাইগারদের কাছে হারল কিউইরা।

দ্বিতীয়ত. ২০০১ সাল থেকে নিউজিল্যান্ড সফরে টেস্ট ম্যাচে খেলে আসছে বাংলাদেশ। কিউইদের মাঠে টেস্ট অতীতে জয় তো দূরে থাক, ড্রও করতে পারেনি বাংলাদেশ।

তবে এবারের সফরে তারুণ্য নির্ভর দল নিয়েই নিউজিল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের হারায় মুমিনুল হকরা।

ঐতিহাসিক এই জয়ে বিশ্ব মিডিয়ায় টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ।

মাউন্ট মঙ্গানুইয়ে আজ বাংলাদেশের ৮ উইকেটে ঐতিহাসিক জয়ের পর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের শিরোনামে লিখেছে, ‘নিউজিল্যান্ডকে হতবাক করে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের শিরোনাম, ‘শুধু ঘরের মাঠেই টাইগার নয়, বিশ্বচ্যাম্পিয়নদের ডেরায় গিয়ে টেস্ট জয় বাংলাদেশের।’

নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম জয় নিয়ে আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘২১ বছর পরে জয়, নিউজিল্যান্ডে গিয়ে তাদের হারিয়ে অনেক রেকর্ড গড়ল বাংলাদেশ।’