কালিগঞ্জ

গ্রাহক সেবায় কালিগঞ্জে পল্লী  বিদ্যুতের উঠান বৈঠক

By daily satkhira

January 05, 2022

কালিগঞ্জ প্রতিনিধি : দূর্নীতি, হয়রানী, অনিয়ম, বিদ্যুৎ চুরি প্রতিরোধসহ “আমার গ্রাম আমার শহর” রুপকল্প বাস্তবায়নের লক্ষে কালিগঞ্জে গ্রহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনাল অফিসের আয়োজনে মঙ্গলবার বিকেলে কুশুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কুশুলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ‘র সভাপতিত্বে ও এ জি এম সদস্য সেবা সাইফুল ইসলামের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান,

কালিগঞ্জ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার পংঙ্কজ সিকদার, ইউপি সদস্য আব্দুল গফফার, সাংবাদিক শাওন আহমেদ সোহাগ, তুলা কাটিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম সহ অন্যান্যরা। এসময় বক্তাগন বলেন, সরকারের বেঁধে দেওয়া নিয়মে পল্লী বিদ্যুৎ অফিসের কার্যক্রম চলছে। সকলের সহযোগিতা ছাড়া পল্লী বিদ্যুতের সব সেবা নিশ্চিত করা সম্ভব নয়।

কিছু কিছু ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে রয়েছি, তবে অচিরেই সব কিছু ঠিক হয়ে যাবে। আলোচনা কালে বিদ্যুৎ চুরি রোধে গ্রাহকদের সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়।