প্রেস বিজ্ঞপ্তি : সোমবার বাদ যোহর ইক্রা সাতক্ষীরা-কার্যালয়ে জাতীয় ইমাম সমিতি-সাতক্ষীরা জেলা শাখা ও সাতক্ষীরা উলামা পরিষদ, সাতক্ষীরা এর যৌথ উদ্যোগে মুফতি আখতারুজ্জামানের সভাপতিত্বে ফিত্রা নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিতদের দীর্ঘ পর্যালোচনার পর সাতক্ষীরার স্থানীয় বাজার দর যাচাই পূর্বক নিন্মোক্ত হারে এ বছরের ফিত্রা নির্ধারণ করা হয়। ক) কিসমিসের হিসেবে ৯০০/- (নয় শত টাকা) খ) খেজুরের হিসেবে ৮২৫/- (আট শত পঁচিশ টাকা) গ) ভালো প্যাকেট আটার বাজার দর হিসেবে ৬০/- (ষাট টাকা) উল্লেখ্য যে, প্রচলন অনুযায়ী ভালো আটার মূল্য হিসেবে সর্বসম্মতিক্রমে ফেতরা ৬০/- (ষাট টাকা) নির্ধারণ করা হল তবে ধনাঢ্য ব্যক্তিদের খেজুর, কিসমিস, যব বা পনিরের হিসেবে ফিতরা দেয়াই উত্তম। আলোচনায় উপস্থিত ছিলেন- মুফতি আখতারুজ্জামান, মাওলানা আব্দুর রশীদ, হাফেজ মাওলানা জালালুদ্দীন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, মুফতি সাইফুল্লাহ রহমানী, মুফতি সাইফুল্লাহ কাসেমী, মাওলানা মুনিরুল হক, মুফতি মুহাম্মাদুল্লাহ প্রমুখ।