আশাশুনি

আশাশুনিতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন

By Daily Satkhira

June 05, 2017

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ৩ দিনের প্রশিক্ষণ-১৭ উদ্বোধন করা হয়েছে। সেমাবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রকল্পের ম্যানেজার, সভাপতি ও মহিলা সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, আরডিও বিষ্ণপদ বিশ্বাস ও প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কনক চন্দ্র অধিকারী। উপজেলা প্রশাসনের আয়োজনে ১ম ব্যাচের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও কোর্চ পরিচালক সুষমা সুলতানা। উল্লেখ্য, প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলার সদস্যরা ৯ কোটি টাকা সঞ্চয় করেছেন এবং সরকারের পক্ষ থেকে আরও ৯ কোটি টাকা সদস্যদের স্ব-স্ব ব্যাংক একাউন্টে জমা হয়েছে। অন লাইন ব্যাংকিং এর মাধ্যমে সদস্যদের হিসাব-নিকাশ লিপিবদ্ধ করা হয়ে থাকে।