আশাশুনি

আশাশুনিতে সংখ্যালঘু পরিবারকে হুমকির অভিযোগ

By Daily Satkhira

June 05, 2017

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামে সংখ্যালঘু পরিবারের উপর হুমকীর অভিযোগ পাওয়া গেছে। সেমাবার এলাকার বহু মানুষের সামনে ঐ পরিবারের সদস্যরা তাদের উপর হুমকী-নির্যাতনের অভিযোগ বর্ণনা করেন। সংখ্যালঘু কাপালী পরিবারের সদস্য সুবোধ সরদারের স্ত্রী অনিমা, মৃত পরেশ সরদারের স্ত্রী সবিতা ও মৃত স্বপন সরদারের স্ত্রী সন্ধ্যা রানী জানান, ১ জুন এশার আলীর পুত্র রবিউল ইসলামের একটি ভেড়া কুকুরে কামড়ালে তার স্ত্রী প্রকাশ্য দিবালোকে সুবোধ সরদারের বাড়িতে ঢুকে তার স্ত্রী অনিমাকে জাপটে ধরে টেনে হেঁচড়ে বাড়ির বাইরে নিয়ে যায়। তাদের কুকুরে কামড়াইনি বলে অনুনয় বিনয় করলেও তাকে ছাড় দেওয়া হয়নি। তাদেরকে নানা হুমকি ধামকি দিয়ে ফিরে গিয়ে তিনি মরা ভেড়া নিয়ে রবিউলের ভাই আজহারুলকে সাথে নিয়ে পুনরায় তাদের বাড়িতে ভেড়া ফেলে দিয়ে “ভেড়ার দাম না দিলে-তোরা এখানে কিভাবে বসবাস করিস দেখে নেব” বলে হুংকার দিতে থাকে। ভীত সন্ত্রস্ত পরিবারের লোকজন ইউপি সদস্য আঃ হান্নানকে জানালে তিনি সেখানে গিয়ে মোবাইলে রবিউলের আর এক ভাই আওয়ামীলীগ নেতা আলমগীরকে জানালে তিনিও পরিবারের সদস্যদের হুমকী ধামকী দেয়। তাদের ভেড়াগুলো সব সময় মুক্ত ছেড়ে রাখায় তাদের শাক-সকজীসহ খেতের ফসল বিনষ্ট হলেও ভয়ে কিছু বলতে পারেন না। বিষয়টি ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেনকে জানালে তিনি অপরাধীদের দিয়ে মাপ চাইয়ে মিমাংশা করে দেন বলে তারা জানান। ঘটনা বর্ননার সময় পুজা উদযাপন পরিষদ ইউনিয়ন সভাপতি নিত্যানন্দ ঘোষ, আওয়ামীলীগ ৯নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল গাজী ও আজিজ গাজী, পুলিশিং ফোরাম সভাপতি আঃ মান্নান, সদস্য মহসিন, মোত্তালেব গাজী, ১নং ওয়ার্ডের ইউপি সদস্যসহ বহু মানুষ উপস্থিত ছিলেন। আলমগীরের প্রতিবেশী তাছলিমা, চাচা খলিল গাজী সাংবাদিকদের জানান, আলমগীর তার বাড়িতে মেম্বার হান্নান কর্তৃক অস্ত্রশস্ত্র নিয়ে গালিগালাজ ও হুমকির যে অভিযোগ করেছে তা সঠিক নয় বলে জানান এবং সেখানে কোন ঘটনা ঘটেনি বলে জানান। এ ঘটনার পর হামলাকারীরা ইউপি সদস্যর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও থানায় জিডি করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেন অভিযোগকারীরা।