তালা

তালায় তথ্য আপার ৪৬ তম উঠান বৈঠক

By daily satkhira

January 13, 2022

তালা  প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় তথ্য কেন্দ্র হতে গ্রামীণ অসহায় দরিদ্র নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ৪৬ তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তালার তথ্য কেন্দ্র আয়োজনে বুধবার ৭নং ইসলামকাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঘোনা গ্রামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এবং জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” অনুষ্ঠিত হয়। ৫০ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে এবারের উঠান বৈঠকের আলোচনার বিষয়বস্তু ছিলো বাল্য বিবাহের কুফল ও গ্রামীণ বয়স্কভাতা প্রাপ্তির সঠিক সময়কালের ধারণা। উঠান বৈঠাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুতাপা রাহা,

তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায়, তথ্যসেবা সহকারী মুক্তি রানি ঘোষ, শামসুন্নাহার ও অফিস সহায়ক কানিজ ফাতেমা প্রমূখ। উঠান বৈঠক চলাকালীন সময়ে উপজেলা চেয়ারম্যান এর ডায়াবেটিস,উচ্চতা ও প্রেসার মেপে দেওয়া হয় এবং আলোচনা শেষে প্রান্তিক মহিলাদের ভাতা দেওয়া হয়।