নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও কুল্যা ইউপি সচিব সেরাজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও শিবপুর ইউপি সচিব কামরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন কুশখালী ইউপি সচিব কবীরুল আলম, শ্যামনগর সদর ইউপি সচিব আমিনুর রহমান, নুরনগর ইউপি সচিব আবু হেনা, খলিষখালী ইউপি সচিব বিশ^জিত কুমার, ধানদিয়া ইউপি সচিব ফারুক হোসেন, মাহফুজুর রহমান প্রিন্স, আবুল কালাম, শরিফুল ইসলাম, রেজাউল ইসলাম, রফিকুল ইসলাম, অরবিন্দ মৃধা, তবিবুর রহমান, মনোতোষ সাধু, রেজাউল ইসলাম প্রমূখ। সভায় দ্রুত ইউপি সচিবদের গ্রেড আপগ্রেডেশনের দাবি জানানো হয়। একই সাথে ইউপি সচিবদের কর্মক্ষেত্রের নানা সমস্যা লিখিতভাবে জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালককে জানিয়ে প্রতিকার প্রার্থনা, জন্মনিবন্ধন সংক্রান্ত নানা সমস্যা নিয়ে স্থানীয় সরকারের উপপরিচালকের সাথে সৌজন্য সাক্ষাত, ইউপি সচিবদের বনভোজন ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।