নিজস্ব প্রতিনিধি : জালিয়াতির মামলায় সাতক্ষীরা সদরের এগারআনীর মজনুহার রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: হুমায়ূন কবির তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। মামলা সূত্রে জানা গেছে, সদরের এগারআনী গ্রামের সদর উদ্দীন সরদারের পুত্র মজনুহার রহমান একই এলাকার মমতাজুল মনোয়ারের রাজনগর মৌজায় ১২ শতক সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে চক্রান্ত করে।
একপর্যায়ে কলারোয়া গোপীনাথপুর এলাকার মৃত এলাহী বক্স সরদারের পুত্র আবু বকর সিদ্দিক, মুরারীকাটি গ্রামের নুর মোহাম্মাদ সরদার, এগারআনী গ্রামের সোহরাব হোসেনের পুত্র ফতেমা খাতুন এবং ধানদিয়া গ্রামের মৃত আবুল হোসেন মোড়লের স্ত্রী রহিমা খাতুনের সহযোগিতায় মমতাজুল মনোয়ারের ভাই-বোনদের ডি.পি ৩৩৫ ও ৩০৮ নং খতিয়ান জাল করে।
উক্ত জাল খতিয়ানের আবু বকর সিদ্দিক, ফতেমা খাতুন, রহিমা খাতুন এর নাম বসিয়ে তাদের মালিক সাজিয়ে মজনুহার রহমানের নিকট ১২ শতক সম্পত্তি সাব কোবলা করিয়ে নেয়। যা ১৯ জানুয়ারি ২১ তারিখে ৮৩৫ নং দলিলে সদর সাব রেজিষ্ট্রি অফিসে সাব কোবলা সৃষ্টি করে। এদিকে উক্ত সম্পত্তি শান্তিপূর্ণ ভোগ দখল থাকা অবস্থায় মমতাজুল মনোয়ার ধান চাষাবাদের জন্য কাজ করতে গেলে উল্লেখিত ব্যক্তিরা বাধা প্রদান করে। পরববর্তীতে রেজিষ্ট্রি অফিস থেকে সার্টিফাইড কপি উত্তোলনের পর মমতাজুল বুঝতে পারেন জালিয়াতির মাধ্যমে মজনুহার রহমান উক্ত সম্পত্তি সাব কোবলা নিয়েছেন। উপায়ন্তর হয়ে ভুক্তভোগী বাদী হয়ে সদর আমলী ১নং আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলায় জালিয়াতিকারী মজনুহার রোববার আদালতে জামিন প্রার্থনা করলে আদালতে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। ভুক্তভোগী মমতাজুল মনোয়ার বলেন, উল্লেখিত মজনুহার রহমান অত্র এলাকার জাল জালিয়াতকারির হোতা। এভাবে জালিয়াতির মাধ্যমে বহু মানুষকে পথে বসিয়েছে মজনুহার রহমান। তিনি জালিয়াতকারী মজনুহারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।