সাতক্ষীরা

ইসলামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে বারসিকের আলোচনা

By daily satkhira

January 18, 2022

প্রেস বিজ্ঞপ্তি: যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরা পৌরসভার ইসলামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় কওসার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বারসিকের গবেষণা সহকারী গাজী মাহিদা মিজান ও যুব সংগঠক জাহাঙ্গীর আলম। স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় বারসিকের গবেষণা সহকারী গাজী মাহিদা মিজান বলেন, সামাজিক জীবনে বাল্যবিবাহ একটি অভিশাপ।

অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণে তারা অল্প বয়সেই গর্ভধারণ করে থাকে। যার ফলে মা ও শিশু উভয়েই পুষ্টিহীনতার শিকার হন। অনেক সময় সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মা ও শিশুর করুন মৃত্যু হয়। তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে বাল্যবিয়ের হার আগের থেকে আরও বেশি বেড়ে গেছে। বাল্যবিবাহ রোধ করা না গেলে কখনই দেশের টেকসই উন্নয়ন ঘটানো সম্ভব হবে না। সভায় যুব সংগঠক জাহাঙ্গীর আলম বলেন, আমাদের সকলকে সম্মিলিতভাবে বাল্যবিবাহ রোধে কাজ করতে হবে। তাহলেই আমরা বাল্যবিবাহ রোধে সফল হবো। সভায় বাল্যবিবাহ রোধে অভিভাবকদের প্রতি সচেতন হওয়ার আহবান জানানো হয়। #