জাতীয়

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর আর নেই

By Daily Satkhira

June 06, 2017

প্রধান বিচারপতি এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান মারা গেছেন। মঙ্গলবার সকালে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রারের দপ্তর থেকে লতিফুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। লতিফুর রহমানের তার বয়স হয়েছিল ৮১ বছর। ১৯৩৬ সালে যশোরে জন্মগ্রহণকারী লতিফুর রহমান ১৯৮১ সালে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ১৯৯১ তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হন। প্রধান বিচারপতি হিসেবে অবসরে যাবার পর সংবিধান অনুযায়ী লতিফুর রহমান ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হয়েছিলেন। তার আগে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হস্তান্তর করে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবার পরপরই তিনি প্রশাসনে ব্যাপক রদবদল আনেন। এনিয়ে তখন আওয়ামী লীগ ব্যাপক অসন্তুষ্টি প্রকাশ করেছিল। কিন্তু তখন লতিফুর রহমান বলেছিলেন, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে প্রশাসনে রদবদল আনা হয়েছিল । লতিফুর রহমানের অধীনে ২০০১ সালের অক্টোবর মাসে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে চার দলীয় জোট ক্ষমতা গ্রহণ করে।