সাতক্ষীরা

সাতক্ষীরায় প্রাণবৈচিত্র্য সুরক্ষায় হাঁস ও মুরগীর ভ্যাকসিনেশন ক্যাম্প

By daily satkhira

January 20, 2022

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় প্রাণবৈচিত্র্য সুরক্ষায় হাঁস ও মুরগীর ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা গ্রামে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে এই ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত ভ্যাকসিনেটর আশুরা বেগম মাছখোলা গ্রামের ২৫টি পরিবারের ১৩৯টি হাঁসকে ডাকপ্লেন ও ১০২টি মুরগীকে রানীক্ষেত রোগের ভ্যাকসিন প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বারসিকের গবেষণা সহকারী গাজী মাহিদা মিজান ও যুব সংগঠক জাহাঙ্গীর আলম।

এসময় বারসিকের গবেষণা সহকারী গাজী মাহিদা মিজান বলেন, হাঁস মুরগি পালনের মাধ্যমে পারিবারিক আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করা সম্ভব। এর মাধ্যমে যেমন পরিবারের স্বচ্ছলতা আসে, তেমনি নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়।

বারসিকের যুব সংগঠক জাহাঙ্গীর আলম বলেন, শীতকালে গবাদি পশুর রোগবালাই বেশি ছড়ায়। এজন্য সতর্ক থেকে হাঁস মুরগির যতœ নেওয়া উচিত।

মাছখোলা গ্রামের পান্না বেগম বলেন, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আমাদের গ্রামের অনেক হাঁস-মুরগী মারা গেছে। এই ভ্যাকসিনেশন ক্যাম্পের কারণে আমাদের হাঁস-মুরগীগুলো রক্ষা পাবে বলে আমরা আশা করছি।