সাতক্ষীরা

সাবেক এমপি এড. এন্তাজ আলীর ২৪ম মৃত্যু বার্ষিকী পালিত

By daily satkhira

January 26, 2022

বুধবার ২৬ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা প্রবীন রাজনীতিবিদ সাবেক জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জননেতা মরহুম এড. এএফএম এন্তাজ আলীর ২৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। তিনি ১৯৯৮ সালের ২৬ জানুয়ারী পবিত্র শবে কদরের রাতে মৃত্যু বরণ করেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি এবং ৭১ এর যুদ্ধকালীন মুজিব বাহিনীর সাতক্ষীরা প্রধান ছিলেন। জীবদ্দশায় এড. এন্তাজ আলী সাতক্ষীরার সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক, রাজনৈতিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে দেবহাটা উপজেলার হিরারচক গ্রামের মরহুমের মাজার জিয়ারত, দিন ব্যাপী কোরআন তেলাওয়াত এবং সাতক্ষীরা পলাশপোল জামে মসজিদে বাদ আছর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার পলাশপোল জামে মসজিদে বাদ আছর আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক এড. আজহারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, মরহুমের পুত্র জেলা সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুমন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মরহুমের মেঝপুত্র মোহাম্মাদ আলী সুজন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি রাশেদুজ্জামান রাশি, সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌরসভাপতি নূরুল হক, এড. ওসমান আলী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ঈদুজ্জামান ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান,

পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ আনারুল, মরহুমের পুত্র সাংবাদিক মেহেদীআলী সুজয়, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি এম. বেলাল হোসাইন, সাংবাদিক শেখ কামরুল ইসলাম, গাজী ফরহাদ, শিক্ষক মাও; আনারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মহিদুল ইসলাম প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, পলাশপোল জামে মসজিদের ইমাম হাফেজ মাও: শহীদুল ইসলাম ও হাফেজ মাও: আব্দুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি