নিজস্ব প্রতিনিধি : দেশের সেরা নারী স্প্রিন্টার ট্রাকের দ্রুততম মানবী শিরিন আক্তারকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। ব্যাঘ্রতট এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারী নেত্রী নাসরিন খান লিপি।
বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাছেরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভার সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়রা ফারজানা। ব্যাঘ্রতট এর পক্ষে বক্তব্য রাখেন এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম।
এসময় প্রধান অতিথি বলেন, যারা লক্ষ্যে পৌছেছে প্রত্যেকেরই জীবনে একটি সংগ্রামী গল্প রয়েছে। আজকে সাতক্ষীরার প্রত্যান্ত অঞ্চলের দূরন্ত মেয়ে শিরিন আক্তার ও দারিদ্রতাকে হার মানিয়ে লক্ষ্যে পৌছাতে পেরেছে। বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিতি করতে পেরেছে। সাতক্ষীরাকে অন্যভাবে উপস্থাপন করেছে। ক্রীড়া অঙ্গনে সাতক্ষীরা অনেক এগিয়েছে।
পুরুষের পাশাপাশি সাতক্ষীরার নারীরাও সমানতালে ক্রীড়া ভূমিকা রাখছেন। লক্ষ্যে পৌছাতে অবশ্যই স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখতে না পারলে পূরণ হবে কিভাবে। সাতক্ষীরার ক্রীড়া মোদীরা স্বপ্ন দেখেছিল বলেই আজ শিরিন আক্তার অনেক দুর পৌছেছে। যারা শিরিনকে সহযোগিতা করতে পারেনি। তারা যেন অন্য কাউকে সহযোগিতা এভাবেই সাতক্ষীরাকে আরো এগিয়ে নিতে হবে।