শ্যামনগর

শ্যামনগরে ৬০বছরের দখলীয় সম্পত্তি রাতের আধারে জবর দখলের অভিযোগ

By daily satkhira

January 30, 2022

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলা সদরে নকিপুর গ্রামে রাতের আধারে রেকর্ডীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুজা মাহমুদ বাদী হয়ে শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলেন, নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তি আমার নিজ নামীয় হাল সেটেলমেন্ট প্রাপ্ত স্বত্ববান বিলান ও সম্পত্তি হইতেছে। তপশীল বর্ণিত সম্পত্তি জেলা – সাতক্ষীরা, থানা – শ্যামনগর মৌজা – শ্যামনগর , জে , এল , নং -৯২ এস.এ. খতিয়ান -৫৫৩ , ১/১ এস , এ , দাগ নং- ৯০ , ডি.পি দাগ -৭৯০ , ১০৯১ ল দাগ -২২৪৯ জমির পরিমান ১.০৪ একর।

বিবাদী ভূমির নেতা পরিচয়দানকারী মোকসেদ সহ তাহার ক্যাডার বাহিনীগণ সম্পূর্ণ বেআইনী লাভ ও লোভের বশবর্তী হইয়া অদ্য ইং -২৯ জানুয়ারি শনিবার তারিখ রাত ৩ টারসময় বর্ণিত সম্পত্তি জবর দখলের প্রচেষ্টা করিলে আমি বিষয়টি ৯৯৯ এ অভিযোগ করিলে শ্যামনগর থানার স্মরণাপন্ন হইতে বলে। সে অনুযায়ী আমি শ্যামনগর থানার স্মরণাপন্ন হই এবং শ্যামনগর থানার দায়িত্বরত এসআই মোঃ আশরাফ ও এ , এস , আই মেহেদী সরেজমিনে উপস্থিত হইয়া বিবাদীগণের বিআইনী জবর দখল কার্যক্রম রোধ করে।

অতঃপর থানা প্রশাসন ঘটনাস্থল হইতে চলিয়া আসার পর পরই উপরোক্ত বিবাদীর নেতৃত্বে ভাড়াটিয়া বহুলোকজন সংঘবদ্ধ হইয়া বর্ণিত সম্পত্তিতে অনধিকার প্রবেশ পূর্বক জবর দখল করত কার্যক্রম অব্যাহত রাখিয়াছে। এক্ষুনে বিবাদীগণের ঐরুপ জবর দখল মূলক কার্যক্রমে বাঁধা প্রদান করলেও তা মানছেনা এ ঘটনায় প্রতিকার চেয়ে উর্দ্ধতন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।