তালা ডেস্ক : তালায় মাগুরা এক অসহায় বৃদ্ধা মহিলার ঘর না থাকায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান এ,এফ,এম, ইয়াহিয়া চৌধুরীর দৃষ্টগোচর হয়। তিনি দুর্গা বিশ্বাসের বসবাসের ঘর তৈরি করার জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন থেকে ৩৭ হাজার টাকা বরাদ্দ করেন। দুর্গা বিশ্বাসের থাকার ঘর নির্মাণ করায় সহযোগিতা করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থা তালা উপজেলার তেঁতুলিয়া কবি সিকান্দার আবু জাফর ফাউন্ডেশন। ১১ সন্তানের মা দুর্গা বিশ্বাস তার ঘর পাওয়ার অনুভূতি জানতে চাইলে আবেগে আপ্লুতু হয়ে বলেন, “আমি ঘর পেয়ে খুব খুশি। বাকি জীবন একটু ভালভাবে বাঁচতে পারবো।” এ সময় তিনি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান এ,এফ,এম, ইয়াহিয়া চৌধুরীকে ধন্যবাদ জানান। মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ চন্দ্র দেবনাথ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্গা বিশ্বাসকে খুব তাড়াতাড়ি বয়স্ক ভাতা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।