সাতক্ষীরা

সাতক্ষীরার একটি আদালতে এক দিনে ৫১ মামলা নিষ্পত্তি

By daily satkhira

February 01, 2022

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক মোঃ সালাহউদ্দিন একই দিনে ৫১টি মামলার নিষ্পত্তি করেছেন। এর মধ্যে আটটি মামলায় আটজনের বিভিন্ন মামলায় সাজা ও ৪৩টি মামলায় সকল আসামীকে খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন,

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল্লাহ মোড়লের স্ত্রী সাবরিনা খাতুন, একই উপজেলার আবাদ চণ্ডিপুর গ্রামের আবুল গাজীর স্ত্রী হামিদা খাতুন,

পাটকেলঘাটার আহসাননগরের মুছা শেখের ছেলে নূর ইসলাম, একই থানার কুমিরা গ্রামের মোম্ফফর মুন্সির স্ত্রী ফারুবা মুন্সি, পুরাতন সাতক্ষীরার আওরঞ্জজেবের ছেলে আবু শাহীন শাহজাহান সরদার,

বরিশাল জেলার মুলালী থানার আলিমাবাদ গ্রামের মোদাদেচ্ছর হোসেনের ছেলে সরোয়ার হোসেন, কাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কুযারিয়া গ্রামের কামরুজ্জামানের ছেলে অহিদুজ্জামান ও খুলনা জেলার বটিয়াঘাটা থানার পরানপুর গ্রামের কাশেম শেখের ছেলে হাবিবুর রহমান শেখ। সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।