সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফশীল ঘোষণা

By daily satkhira

February 02, 2022

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২০২২-২৩ সালের নির্বাচনী তফশীল প্রকাশ করা হয়েছে। ২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. কুন্ডু তপন কুমার, নির্বাচন কমিশনার এ্যাড. নাজমুন নাহার ঝুমুর, এ্যাড. মো: আনিছুর কাদির ময়না ও এ্যাড. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক পত্রে গঠনতন্ত্রের তৃতীয় অনুচ্ছেদে সমিতি পরিচালনা এর ৪ (ঙ) (চ) ধারার বিধান মতে নির্বাচন কমিশনের সর্ব সম্মত সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনী তফশীল প্রকাশ করেছেন। নির্বাচনী তফশীল ৬ ফেব্রুয়ারী ২০২২ রবিবার দুপুর ২টায় পূর্ববর্তী ভোটার তালিকা প্রকাশ, ৭ ফেব্রুয়ারী ২০২২ সোমবার দুপুর ২ টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সরবরাহ, ৯ ফেব্রুয়ারী ২০২২ বুধবার দুপুর ২ টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১০ ফেব্রুয়ারী ২০২২ বৃহস্পতিবার বিকাল ৪ টায় মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ,

১৩ ফেব্রুয়ারী ২০২২ রবিবার দুপুর ২টা হতে ৩টা পর্যন্ত মনোনয়ন পত্র গৃহীত না হইলে তাহার বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের নিকট আপত্তি দাখিল ও নিস্পত্তি, ১৪ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টা হতে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার,

১৪ ফেব্রুয়ারী২০২২ সোমবার বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৪ ফেব্রুয়ারী ২০২২ বৃহস্পতিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে। এছাড়া মনোনয়নপত্র সরবরাহ, দাখিলসহ সকল কার্যক্রম সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের ৪ তলায় নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের স্থান: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের ২য় তলা। প্রেস বিজ্ঞপ্তি